Tuesday, 19 August 2014

প্রাকৃতিকভাবে ব্রেস্ট বড় করার উপায়


অনেক মেয়ের মনে হয়তো প্রশ্ন
থাকে যে ছোট ব্রেস্ট কিভাবে বড়
করব?? বা এতো ছোট ব্রেস্ট
দিয়ে স্বামীকে খুশী করতে পারবো তো
?? ইত্যাদি প্রশ্নগুলোর সমাধান
হলো প্রাকৃতিকভাবেই এখন ব্রেস্ট বড়
করা যায়, সার্জারীর প্রয়োজন তেমন হয়
না। বড় ব্রেস্ট মেয়েদের যৌন
আকর্ষনীয় করে তোলে। সাধারণত ৩৪-৩৬
মেয়েদের স্ট্যান্ডার্ড ব্রেস্ট সাইজ।
তবে অনেকের ব্রেস্ট আকারে ছোট হয়।
এ পদ্বতিটি তাদের জন্য যাদের
ব্রেস্টের মাপ ৩৪-৩৬ এর নিচে।
নিম্নে প্রাকৃতিকভাবে ব্রেস্ট বড়
করার উপায় আলোচনা করা হলোঃ
১. আপনাকে মানসিকভাবে অনেক দৃঢ়
হতে হবে। মন
মরা হয়ে বসে থাকলে স্তনের
অবস্থা আরও খারাপ হবে। আপনার বয়স
এবং স্বাস্থ্য বাড়ার
সাথে সাথে আপনার স্তন এমনিতেই বড়
হবে। তাই নিজেকে কিছুটা সময়
দিলে ভবিষ্যতে প্রাকৃতিকভাবেই বড়
হয়ে যেতে পারে। তাছাড়া বুকের
কিছু ব্যায়াম আছে যেমন: বুকডাউন,
বেঞ্চপ্রেস। এছাড়া এসকল ব্যায়াম
কোন ইন্সট্রুমেন্ট ছাড়া খালি হাতেও
করতে পারেন।
২. ব্রেস্টে নিয়মিত ম্যাসাজ করলেও
এটা ধীরে ধীরে বড় হয়। আবার
নিয়মিত সেক্স করলে ও তা বড় হয়
(বিবাহিতদের জন্য)। তবে এসময় নিজের
অর্গ্যাজমের উপর নজর দিতে হবে।
অনেকক্ষণ ধরে সেক্স করার
চেষ্টা চালিয়ে যেতে হবে এবং
সেক্সে পুরোপুরি তৃপ্ত হওয়ার
চেষ্টা করতে হবে।
নিজেকে শারীরিক
এবং মানসিকভাবে পুরো সক্রিয়
থাকতে হবে। এতে দেহে হরমোনের
সংখ্যা বৃদ্ধি পাবে যা ব্রেস্ট বড়
করতে সহায়তা করবে।
চাইলে ম্যাসাজের সময় হালকা গরম
করে সামান্য সরিষার তেল
বা খাঁটি মধু ব্যবহার করতে পারেন।
৩. মেয়েদের জন্য ব্রেস্টের কিছু
স্পেশাল ব্যায়াম আছে যেমন: বেঞ্চ
প্রেস, বাটারফ্লাই প্রেস, পুশ-আপ
(বুকডাউন) নিয়মিত এগুলো করে স্তনের
টিস্যুতে ব্লাড ফ্লো বাড়াতে হবে।
এতে বুকের পেশিগুলো সঠিক
শেপে এসে স্তনকে সুগঠিক করবে।
এটা অনেকটা বডিবিল্ডাররা যেভাবে
শরীরের পেশি বৃদ্ধি করে,
সেভাবে কাজ করবে। দিনে বেশ
কয়েকবার দুইহাত দুইদিকে প্রসারিত
করে আবার এক করুন।
৪. স্বামী বা পার্টনারকে বলবেন
আপনার দুটো ব্রেস্টেই সমান গুরুত্ব
দিতে। সে যেন একটা ব্রেস্ট
নিয়ে মেতে না থাকে সেদিকে
খেয়াল রাখুন।
তাছাড়া আরেকটি বিষয় লক্ষ্য
করলে দেখবেন যে, আপনার ডান স্তনের
চেয়ে বাম স্তন কিছুটা বড়। তবে এ
নিয়ে চিন্তিত হবার কোন কারণ নেই।
এটি প্রাকৃতিক।
৫. হাত ঘষে গরম করে দুই হাত স্তনের
নিচে হালকা চেপে ধরে ডানহাত
ঘড়ির কাটার দিকে আর বাম
হাতে ঘড়ির কাটার উল্টা দিকের মত
ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।
সকালে ঘুম থেকে ওঠার সময় আর
রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০-১৫
মিনিট এভাবে ১০০ থেকে ৩০০ বার
ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। মাস
খানেকের মধ্যে স্তনের সাইজ
কিছুটা বাড়তে পারে। সেই
সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার
খেতে হবে, রাতে অনেক ঘুমাতে হবে।
৬. গোসল করার সময় হাত
দিয়ে ব্রেস্টের চারপাশ ১০/১৫ মিনিট
ম্যাসাজ করবেন। আপনার শরীর
যদি চিকন হয় তাহলে ২/৩ মাস সুষম খাদ্য
খায়ে শরীরটা ঠিক করেন, দুধ, ডিম, ফল
একটু বেশি খেলে উপকার পাবেন।
চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন।
শরীর বাড়ার সাথে সাথে আপনার স্তন
ও বড় হবে। সাথে ব্যায়াম করবেন।
ব্যায়াম না করলে শরীর আবার
বেশি মোটা হয়ে যেতে পারে।
শরীরের প্রতি খেয়াল রাখবেন। ঠিক
মত ঘুমাবেন।
ম্যাসাজটা চালিয়ে যাবেন।
যদি পারেন তাহলে দিনে দুই বার ১০
থেকে ১৫ মিনিট
আলতো ভাবে টিপবেন বা ম্যাসাজ
করবেন। আর এইসময় কিন্তু সঠিক মাপের
ব্রা ব্যবহার করতে হবে। নইলে ব্রেস্ট
ঝুলে যেতে পারে।
৭. আপনি যখন থেকে ব্রেস্ট বড় করার জন্য
ব্যায়াম ও ম্যাসাজ শুরু করবেন, তখন
থেকে ব্রেস্ট এনলার্জিং ক্রিম
ব্যবহার করা বন্ধ করে দিন (যদি ম্যাসাজ
শুরুর আগে থেকে ব্রেস্ট
এনলার্জিং ক্রিম ব্যবহার
করে থাকেন)। কারণ এ ধরণের ক্রিম
সাধারণত কোন কাজে আসে না।
এছাড়া ব্রেস্ট বড় করার জন্য কোন পিল
সেবন করবেন না। এগুলোর
পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ব্রেস্ট
ক্যান্সার পর্যন্ত হতে পারে এসব ক্রিম/
পিল ব্যাবহার করার ফলে।
৮. এক বা দুই সপ্তাহ পর পর নিজের ব্রেস্ট
মাপুন, টাইট জামাকাপড় পরিধান করুন
এবং সঠিক কাপ সাইজের ব্রা পরিধান
করুন।
৯. আপনার ব্রেস্টের মাপ যদি ৩৮ এর
বেশী হয়ে থাকে তাহলে আপনার
ব্রেস্ট বড় করার কোন প্রয়োজন নেই।
কারণ অনেক মেয়ে/মহিলাদের
বংশগতভাবেই ব্রেস্ট বড় থাকে।
১০. এছাড়া ব্রেস্ট বড় করার জন্য ব্রেস্ট
ইমপ্লান্ট সার্জারী রয়েছে।
এটি ন্যাচারাল নয় বলে না করাই
ভালো এবং এ পদ্বতিটি ব্যয়বহুল।


Posted via Blogaway

2 comments:

  1. Casino City Review and Ratings by Experts
    Read our Casino City 온라인 슬롯 사이트 review 저녁 메뉴 추천 룰렛 to find out everything you need to know about 룰렛 이벤트 online w88 login casino, from bonuses, 탱글다희 영구정지 promotions, game quality, security, games 📺 Popular Games: Slots, Blackjack, Roulette💰 Popular Deposit Methods: Mastercard, Skrill, EcoPayz, I-Card

    ReplyDelete
  2. Wynn Las Vegas Casino & Hotel - Mapyro
    View detailed reviews, 남원 출장마사지 photos & cheap rates 구리 출장마사지 for Wynn 익산 출장마사지 Las 제주도 출장안마 Vegas Casino & Hotel in Las Vegas, NV. Rating: 4.2 · ‎32 정읍 출장안마 reviews

    ReplyDelete